মোদির সফর নিয়ে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা :স্বরাষ্ট্রমন্ত্রী

মোদির সফর নিয়ে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা :স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি:সংগৃহীত

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে নওগাঁর ধামইরহাটে মাদককারবারিদের আত্মসমর্পণ ও নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধুদেশ। সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কোনো গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি ছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে আমাদের অন্য বন্ধু দেশের সরকারপ্রধানরাও উপস্থিত থাকবেন। বিদেশি অতিথিদের উপস্থিতিতে দেশের কোনো গোষ্ঠী যদি অহেতুক ঝামেলা করতে চায় ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত আছে বলেও জানান তিনি।