নিউজিল্যান্ডের কোচের দায়িত্বে সাকলায়েন মুশতাক

নিউজিল্যান্ডের কোচের দায়িত্বে সাকলায়েন মুশতাক

সাকলায়েন মুশতাক

কিছুদিন আগেই পাকিস্তানের প্রধান কোচ ছিলেন সাকলায়েন মুশতাক। এখন তিনিই পাকিস্তান দলের হাঁড়ির খবর জানাবেন প্রতিপক্ষকে। পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন সাবেক এই অফ স্পিনার। 

সাকলায়েন আপাতত আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে তিনি ১২ এপ্রিল নিউজিল্যান্ড দলে যোগ দেবেন সহকারী কোচ হিসেবে। ১৪ এপ্রিল থেকে শুরু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দুই দল খেলবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও। 

দেড় বছর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করা ছাড়াও দীর্ঘ কোচিং ক্যারিয়ারে নানা সময়ে বিভিন্ন দেশের স্পিন কোচ বা পরামর্শক হিসেবে কাজ করেছেন সাকলায়েন। সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৯৬ উইকেট শিকারি স্পিনার ও অভিজ্ঞ একজন কোচকে এই সফরে নিজেদের দলে পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। 

তিনি বলেন, সাকলায়েনের মতো অভিজ্ঞ একজনকে কোচ হিসেবে পাওয়া এই দলের জন্য বড় প্রেরণা। স্থানীয় কন্ডিশনে প্রস্তুতি নেওয়ার জন্য সূক্ষ্ম যেসব সহায়তা তিনি করতে পারেন এবং আমাদের স্পিন বোলিং গ্রুপের জন্য যেভাবে কাজে লাগতে পারেন, তা পাওয়ার জন্য মুখিয়ে আছি আমরা।