সাকিবের পর মুশফিকের ফিফটি

সাকিবের পর মুশফিকের ফিফটি

সংগৃহীত

১৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান যোগ করে মুমিনুল ফেরেন ১৭ রান করে। এরপর একদিকে সাকিব আল হাসানের ওয়ানডে স্টাইলে ব্যাটিং, অন্যপ্রান্তে দৃঢ় মনোবলে আগাচ্ছেন মুশফিকুর রহিম। তবে সাকিবের মতোই মুশফিকও চার হাঁকিয়ে তুলে নিলেন ব্যক্তিগত ফিফটি, সাদা পোশাকে এটি তার ২৬তম। এই কীর্তি গড়তে মাত্র ৬৮ বল খেলেছেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭৭ বলে মুশফিকের সংগ্রহ ৫৩ এবং ৭৪ বলে সাকিবের সংগ্রহ ৭৪ রান; আর দলের মোট সংগ্রহ ১৭০ রান। এদিন ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ বলেই ক্যারিয়ারে ৩১তম ফিফটি স্পর্শ করেন সাকিব। এর আগে ঢাকা টেস্টের প্রথম দিন আইরিশদের ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ সময়ে ৩৪ রানে দুই উইকেট হারায় টাইগাররা।