রামুতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

রামুতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ফাইল ছবি

কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দু’জন।

শুক্রবার সকাল ৭টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) ভরাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে হতাহতের নাম ও পরিচয় দায়িত্বশীল সূত্রে তাৎক্ষণিক নিশ্চিত করা না গেলেও স্থানীয় সূত্রে একজনের নাম জানা গেছে।

স্থানীয় মোহাম্মদ ইদ্রিস জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে একজন কোটবাজার-উখিয়া সিএনজি সমিতির সদস্য রুমখা মনির মার্কেট এলাকার বদিউল আলম ড্রাইভার এবং বাকি দু’জন উখিয়া রত্নাপালং এলাকার রুহুল্লারডেবা গ্রামের।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক জানান, সকালে ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশা সাথে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত এবং দু’জন আহত হয়েছে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠায়।

রামুতুলা বাগান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে রামু থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও ঘাতক গাড়ির সন্ধান বের করার চেষ্টা চলছে।’