৪৮ কেজি গাঁজাসহ আটক ২

৪৮ কেজি গাঁজাসহ আটক ২

প্রতীকী ছবি

পৃথক অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব ও পার্শ্ববর্তী আশুগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন ভূঁইয়া (৪৮) ও মামুন হোসেন (৩৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব সদস্যরা। রবিবার কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার সামসুদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মনির হোসেন ভুইয়া (৪৮) ও লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাইনাল এলাকার মো. হোসেনের ছেলে মামুন হোসেন (৩৫)। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক বিক্রেতা মো. মনির হোসেন ভূঁইয়া ও মামুন হোসেন দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।