একনেকে ১১ প্রকল্পের অনুমোদন

একনেকে ১১ প্রকল্পের অনুমোদন

সংগৃহীত

প্রায় ১৩ হাজার ৬৫৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভা শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

১১ প্রকল্পের ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থেকে ৩ হাজার ১২৯ কোটি ৮৭ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ব্যয় হবে ৩২২ কোটি ২১ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ১০ হাজার ৫২৬ কোটি ১১ লাখ টাকা।