ঈদের পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

ঈদের পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে ২ দিন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৯ রোজার হিসেব ধরে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। টানা পাঁচ দিন বন্ধের পর আগামী ২৪ এপ্রিল পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

সূত্র জানায়, ঈদের ছুটির পর আগামী ২৪ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে অফিস সময় সকাল ৯ টা থেবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে।

জানা গেছে , ২৯ রোজার হিসেব ধরে আগামী বুধবার থেকে থাকছে ঈদের ছুটি। টানা পাঁচ দিন বন্ধের পর আগামী ২৪ এপ্রিল পুঁজিবাজারে লেনদেন চালু হবে। তবে রোজা যদি ৩০টি হয়। সে হিসেবে ছুটি আরো একদিন বাড়বে। ফলে ঈদের ছুটির পর আগামী ২৫ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।