কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মুন

ফাইল ছবি

আগামী এক বছরের জন্য কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুনের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার (১১ মে) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন।

সম্মেলনে সহ-সভাপতি টিটু মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম আকাশ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শরিফুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে চাইলে ছাত্র রাজনীতিকেও স্মার্ট করতে হবে। যুগোপযোগী করতে হবে। ছাত্র রাজনীতিকে শিক্ষার্থী বান্ধব করতে হবে। ছাত্র রাজনীতি যেন অপরাজনীতির সমার্থক শব্দ পরিণত না হয়। ছাত্রলীগের পদ পদবী ব্যবহার করে কেউ যেন ক্ষমতার রাজনীতি, দাপটের রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি করতে না পারে-সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ক্যাম্পাসে, হলে, শিক্ষা প্রতিষ্ঠানে সিট দখলের রাজনীতি নয়,  মানুষের হৃদয় জয়ে শিক্ষার্থীদের ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের সংগঠনের কর্মীতে পরিণত করার সম্ভাবনা নিশ্চিত করতে হবে।’ 

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক এ কে এম আবদুল আজীজ সিহানুকের সভাপতিত্বে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি কোহিনূর আক্তার রাখি, সহ-সভাপতি সাইফুল্লা আব্বাছী অনন্ত, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুস, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক নূরন্নবী প্রিন্স, উপ বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবির দীপু, উপ-কারিগরী শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সহ সম্পাদক আতিকুর রহমান মজুমদার, সদস্য রূহুল আমিনসহ প্রমুখ।