কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।রোববার রাতে রেলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, রেলের চট্টগ্রাম বিভাগীয় ট্রাফিক কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ কর্মদিবসের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ বলা যাবে। এখনো কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।