ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনই শিডিউল বিপর্যয়

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনই শিডিউল বিপর্যয়

সংগৃহীত

শুরু হলো রেলপথের ঈদযাত্রা। রাজধানীর কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়। তবে ব্যাপক প্রস্তুতির পরও প্রথম দিনই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে গেলেও, এর পরপরই দেখা দেয় শিডিউল বিপর্যয়। যারা ৭ এপ্রিল আগাম টিকিট কেটেছিলেন আজ তারা ঢাকা ছাড়ছেন।

অনলাইনের টিকিট ঝামেলা পেরিয়ে যারা উঠে বসেছেন, ট্রেনে তাদের ঈদ আনন্দ যেন শুরু হয়ে যায় তখনই। যদিও রোববার (১৬ এপ্রিল) কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার জের এখনও কাটিয়ে উঠতে পারেনি রেল। তাই উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল ঠিক থাকলেও বিপর্যয় পূর্বাঞ্চলের ট্রেনে। সোমবার (১৭ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম রুটের প্রায় সবকটি ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা দেরিতে ছেড়েছে।

তবে দুর্ঘটনার জেরে প্রথম দিন কিছুট সমস্যা হলেও এবার বাকি দিনগুলোতে শিডিউল বিপর্যয় ছাড়াই নির্বিঘ্নে ঈদযাত্রার প্রত্যাশা রেল কর্মকর্তাদের। প্রতিদিন ৩৭ জোড়া আন্তঃনগরসহ লোকাল ও মেইল ট্রেনে প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা ছাড়বে।

দুর্ঘটনার কারণে রেলের ঈদযাত্রার প্রথম দিন ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীদের জন্য বুধবার (১৯ এপ্রিল) স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে৷

এ ছাড়া আজও মহানগর প্রভাতি ট্রেনে ৫টি এক্সট্রা বগিতে বহন করা হচ্ছে সোনার বাংলার যাত্রীদের। এ ছাড়া কেউ চাইলে টিকিট ফেরত দিয়ে টাকা নেয়ার অপশনও রেখেছে রেলওয়ে। দুর্ঘটনার ধকল কাটিয়ে শিডিউলে ফিরবে পূর্বাঞ্চলের ট্রেন, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন রেলের কর্মকর্তারা।

 

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

 

 

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।