ইতালি থেকে ‍ফিরলেন আরোও ১৫২ বাংলাদেশি

ইতালি থেকে ‍ফিরলেন আরোও ১৫২ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস  ইতালিতে মাহামারির আকার ধারণ করেছে। অবরুদ্ধ করে রাখা হয়েছে কয়েক কোটি মানুষকে । আর করোনা ভাইরাস থেকে বাঁচতে আজ রোববার ইতালি থেকে দেশে ফিরেছেন আরো ১৫২ বাংলাদেশী। তাদেরকে আশকোনা হজক্যাম্পে রাখা হয়েছে। এ খবর নিশ্চিত করেছে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, ১৫২ বাংলাদেশীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানটি রোববার সকাল ৮:১০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সেখান থেকে যাত্রীদের নামিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে তাদের কারো মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ মেলেনি। পরে তাদেরকে আশকোনার হজক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়।

ওই বিমানটি ইতালির রোম থেকে যাত্রা করে দুবাই হয়ে ঢাকায় পৌঁছায়। সেখানেও তাদেরকে আলাদাভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানানো হয়।

"তাদের কাছে রোম ও দুবাইতে স্বাস্থ্য পরীক্ষা করার সার্টিফিকেট আছে," বলেন সাজ্জাদ।