পাবনায় হোম কোয়ারেন্টাইনে ৩৮ প্রবাসী

পাবনায় হোম কোয়ারেন্টাইনে ৩৮ প্রবাসী

ছবি:সংগৃহীত

আজ বুধবার(১৮ মার্চ) পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধে পাবনায় ৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ইতালি, চীনসহ বিভিন্ন দেশফেরত ৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, হোম কোয়ারেন্টাইনে যাদের রাখা হয়েছে সম্প্রতি তারা ইতালি, চীন এবং মধ্যপ্রাচ্যফেরত।

তাদের শরীরে করোনা ভাইরাসজনিত কোনো সমস্যা আছে কি-না তা দেখার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল তাদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাবেন।

জেলা সিভিল সার্জন বলেন, যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছি। সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য কর্মীরা তাদেরকে তদারকী করছেন। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে।