চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত

প্রতীকী ছবি

নগরের পাহাড়তলী থানার বিটাক মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত দুইজন হলেন, মাসুম (৩০) ও সবুজ (২০)। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাহাড়তলী থানার বিটেক মোড়  মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে দু'পক্ষে মারামারি হয়।এক পযার্য়ে তাদের পায়ে ছুরির আঘাত লেগে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুগ্রুপের সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানানো হবে।