গাছ কাটায় রাতে ধানমন্ডিতে মানববন্ধন

গাছ কাটায় রাতে ধানমন্ডিতে মানববন্ধন

সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকার সাত মসজিদ রোডের সড়কে থাকা গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবেশবাদীরাসহ স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১০ মে) রাত ১০টার দিকে আবাহনী মাঠের পাশে সড়কে মানববন্ধন করা হয়। কর্মসূচিতে প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠনের নেতারা।

তারা বলেন, রাতের অন্ধকারে সৌন্দর্যবর্ধনের নামে গাছ কাটা মেনে নেয়া যায় না। প্রাণ প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন চায় না বলেও জানান তারা।

পরিবেশবাদীরা বলেন, কোনো রকম সমন্বয় ছাড়াই গাছ কাটছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গাছ কাটার অপসংস্কৃতি বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, গাছ রেখেই নগরীর উন্নয়ন করতে হবে। এ সময় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আগামী শুক্রবার বিকেলে সংহতি সমাবেশের ঘোষণা দেন পরিবেশবাদীরা।

মানববন্ধনে ধানমন্ডির স্থানীয় বাসিন্দাসহ পরিবেশবিদ সৈয়দা রিজওয়ান হাসান, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, খুশি কবির, পাভেল পার্থসহ অনেকেই বক্তব্য দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র বলছে, বিভিন্ন এলাকায় সড়কের সৌন্দর্যবর্ধনে ৯ কোটি ৬২ লাখ টাকার কর্মসূচি বাস্তবায়ন করছে সিটি করপোরেশন। এর অংশ হিসেবে ধানমন্ডি এলাকার সাতমসজিদ সড়কেও সড়ক বিভাজকের উন্নয়নকাজ হচ্ছে। এই কাজ করতে গিয়ে সড়কে লাগানো পুরোনো গাছগুলো কেটে ফেলা হচ্ছে।