ইংল্যান্ডে ‘দ্য কেরালা স্টোরি’র সব শো বাতিল

ইংল্যান্ডে ‘দ্য কেরালা স্টোরি’র সব শো বাতিল

ফাইল ছবি

বিতর্ককে সঙ্গী করেই সিনেমা হলে রমরমিয়ে চলছে পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। বক্স অফিসের নিরিখে ইতিমধ্যেই এক শ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও এই ছবির জয়জয়কার। আমেরিকা, কানাডায় দারুণ ব্যবসা করছে। তবে ব্রিটেনে মুক্তি পেয়েও দুম করে বাতিল করা হলো সবগুলো শো।

জানা গেছে, ব্রিটেনে প্রায় ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি। অগ্রিম বুকিং শুরু হয়ে যাওয়ার পর আচমকা শো বাতিল করায় দুঃখপ্রকাশ করেছে মাল্টিপ্লেক্সগুলো। এই ছবির প্রদর্শন বাতিলের কারণ জানিয়েছে ব্রিটেনে এই ছবির পরিবেশক টোয়েন্টিফোর সেভেন ফ্লিক্সফরইউ। তাদের কথায়, ছবিটি ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন থেকে ছাড়পত্র দিলে তবেই ব্রিটেনে দেখানো সম্ভব হবে। আপাতত, ছাড়পত্রর জন্য অপেক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে অগ্রিম বুকিংয়ের সমস্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।মাত্র নয় দিনে এক শ কোটি পার করে ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’। ছবির আয় ১১২ কোটি ৯২ লাখ রুপি। ছবির বাজেট ছিল মাত্র ৩০ কোটি। ফলে বিপুল শাহ প্রযোজিত ছবির লভ্যাংশের পরিমাণ এখনই ২৭৬.৪ শতাংশ। বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্যে নিষিদ্ধ হলেও ভারতের ২০০টি স্ক্রিনে চলছে ‘দ্য কেরালা স্টোরি’। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ছবিকে করমুক্ত করে দেওয়া হয়েছে।