মিরপুরে লকডাউন করা সেই বাড়ির পাশে আরও একজনের মৃত্যু

মিরপুরে লকডাউন করা সেই বাড়ির পাশে আরও একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে যে বাড়িটি লকডাউন করা হয়েছিল ওই বাড়ির পাশের বাড়িতে একজন মারা গেছেন। ৭৬ বছর বয়সী ওই ব্যক্তিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ রয়েছে। এজন্য আইইডিসিআর তার নমুনাও সংগ্রহ করেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন, পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকি।

জানা যায়, রবিবার (২২ মার্চ) রাত ৯টার পর ওই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেলেও তিনি কখন মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাযনি।

এর আগে, ওই এলাকায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন বলে গণমাধ্যমে খবর রয়েছে। তবে আইইডিসিআর রবিবার সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছে সেখানে নতুন করে কারও মৃত্যুর কথা জানানো হয়নি।