রাখাল সেজে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার

রাখাল সেজে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার

প্রতীকী ছবি

ভোলায় রাখাল সেজে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তজুমদ্দিন থানা পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আ. রহিমকে গ্রেফতার করে। তিনি ওই উপজেলার সোনাপুর ইউনিয়নের চর নাসরিন গ্রামের জেবল বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার পুলিশ রবিবার সকালে কৌশলে রাখাল সেজে উপজেলার চর জহির উদ্দিন থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ. রহিমকে গ্রেফতার করে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গ্রেফতার আসামি আ. রহিমকে রবিবার দুপুরের পর ভোলার আদালতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই