কালবৈশাখীর ছোবলে বিপর্যস্ত শরণখোলার ৩ গ্রাম

কালবৈশাখীর ছোবলে বিপর্যস্ত শরণখোলার ৩ গ্রাম

সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় মাত্র পাঁচ মিনিটের কালবৈশাখীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন গ্রামের বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা, তালাবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামে আকস্মিক আঘাত হানে এই কালবৈশাখী।

ঝড়ে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের দুটি টিনশেড ভবনের চাল উড়ে গেছে। রায়েন্দা গ্রামের আবুল খানের বসতঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ঐ তিন গ্রামের কমপক্ষে ১০টি বসতঘর এবং শতাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে।

সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খলিল গণমাধ্যমকে জানান, রায়েন্দা, তাফালবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামের ওপর দিয়ে বিকেল ৩টার দিকে হঠাৎ কালবৈশাখী বয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের টিনশেড ভবনসহ কয়েকটি কাঁচা ঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।