জমির বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

জমির বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১১ জুন) দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ওই ইউনিয়নের পাককোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পাককোলা গ্রামের মৃত মেহের বক্সের ছেলে মাহফুজুর রহমান ইরেন (৬৫)। অভিযুক্ত ব্যক্তি হলেন, একই গ্রামের মাহমুদুর হাসান ওয়াহিদের ছেলে মামুন (৩৫)।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে মামুনের সঙ্গে আপন চাচা ইরেনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মামুন ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে মাটিতে লুাটিয়ে পড়ে। এ সময় স্থানীয়র তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি মজিবুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা সুমনের লাঠির আঘাতে চাচা ইরেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।