বাংলাদেশ ৮টি পদক লাভ করলো আন্তর্জাতিক ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে

বাংলাদেশ ৮টি পদক লাভ করলো আন্তর্জাতিক ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে

সংগৃহিত ছবি।

নেপালে অনুষ্ঠিত ৩য় সাউথ এশিয়ান ইয়োগা স্পোর্টস এবং ২য় মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৮টি পদক অর্জন করেছেন। ৫ জন বাংলাদেশি প্রতিযোগী এই পদক লাভ করে।

৩য় সাউথ এশিয়ান ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে তাসনুভা ও রওশন আরা দ্বিতীয় স্থান, আফিফা হোসেন অর্পা ও মানসিফ হেলালি তৃতীয় স্থান এবং শাহনাজ বেগম পঞ্চম স্থান অধিকার করে এবং ২য় মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভালে তাসনুভা দ্বিতীয় স্থান, মানসিফ হেলালি ও শাহনাজ বেগম তৃতীয় স্থান অধিকার করে।

বাংলাদেশ ইয়োগা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও জয়সান ইয়োগা বাংলাদেশের পক্ষ থেকে এই প্রতিযোগিতা এবং উৎসবের প্রতিনিধিত্ব করা হয়। সার্কভুক্ত দেশগুলো ছাড়াও ইরান ও সৌদি আরবসহ মোট ৩০০ জন এ অনুষ্ঠানে অংশ নেন। নেপালের কাঠমান্ডুতে ৮-১০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।