ভারতকে উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ভারতকে উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ২০৯ রানে ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ভারত শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে। অজিদের কাছে কোনো পাত্তা না পাওয়া ভারতীয়দের অসহায়ের মতো খেলার আনুষ্ঠানিক সমাপ্তির অপেক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না।

ইংল্যান্ডের ওভালে রোববার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এটি ছিল দ্বিতীয় আসর।

অস্ট্রেলিয়া ২০৯ রানের বড় ব্যবধানে ভারতকে হারায়। ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও ফাইনালে উঠে শিরোপা বঞ্চিত হয়েছিল ভারত।

সাউদাম্পটনের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল তারা।

রোববারের ম্যাচেও ভারত ছিল অসহায়। ফাইনাল জিততে ৪৪৪ রানের টার্গেটে খেলতে নেমে জবাবে ২৩৪ রান তুলে অলআউট কোহলিরা।

পঞ্চম দিনের সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের বলে দ্বিতীয় স্লিপে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কোহলির দুর্দান্ত ক্যাচ নেন স্টিভেন স্মিথ। কোহলি ৭৮ বলে ৪৯ রান করেন।

কোহলির বিদায়ে ভারতের নাজুক অবস্থা সুস্পষ্ট হয়। এরপর অন্য খেলোয়াড়রা চেষ্টা করেও ভারতের ভাগ্য ফেরাতে পারেননি।

খেলায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ম্যাচসেরা হন।