পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে না পাওয়া বড় ভুল বোঝাবুঝি : কাদের

পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে না পাওয়া বড় ভুল বোঝাবুঝি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু করার অর্থ দিয়ে বিশ্বব্যাংক ইচ্ছে করলে সম্পৃক্ত থাকতে পারত। কিছু দুর্নীতির অভিযোগ এনে তারা সরে গিয়েছিল। এখানে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে এজন্য শুধু বিশ্বব্যাংককে দায়ী করা যাবে না। দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে যাওয়ার পিছনে আমাদের দেশের কিছু বাঘা বাঘা ব্যক্তিও জড়িত ছিল।’

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এই মেগা প্রকল্প করাসহ এতো উন্নয়ন করার পরও স্বস্তি পাচ্ছিলাম না শুধু দুর্ঘটনার কারণে।’

প্রকল্প বাস্তবায়নে সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এতে কষ্ট বাড়ে, সময়ও বাড়ে।’

এসময় বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের অংশীদার হওয়ায় বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান তিনি।

বিশ্বব্যাংক বাজেটে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বব্যাংক যে সম্মান দেখিয়েছে এবং বাজেটে যে সহযোগিতা করেছে, তার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানাই।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য কাজ করছেন জানিয়ে এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, ‘আমরা যতই উন্নয়ন করি, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, একদিনে একশ সেতু উদ্বোধন করি, তারপরও যখন দুর্ঘটনায় খবর দেখি তখন মনটা বিষণ্ণ হয়ে যায়। এটা খুব কষ্টের। আমরা মন্ত্রী হলেও তো মানুষ। এ দুর্ঘটনা আমাদের মনে কষ্ট দেয়।’

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দেশে ৩৫ হাজার কোটি টাকার বার্ষিক ক্ষতি হয়। আমাদের ভাবনার চেয়ে বাস্তবায়ন খুবই ধীর গতি।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চল (পরিবহন) প্র্যাকটিস ম্যানেজার ফেই ডেং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান।