বিপজ্জনক জুটিকে গুঁড়িয়ে দিলেন মিরাজ-এবাদত

বিপজ্জনক জুটিকে গুঁড়িয়ে দিলেন মিরাজ-এবাদত

সংগৃহীত

দিনের প্রথম সেশনে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। বিরতির পর আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। তবে পঞ্চম উইকেটে নাসির জামাল ও আফসার জাজাই পাল্টা আক্রমণ চালিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

পঞ্চম উইকেট জুটিতে তারা দুজনে মিলে ৬৫ রানের জুটিও গড়ে ফেলেছিলেন। তবে নাসিরকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। আর তার ঠিক পরের ওভারেই জাজাইকে বিদায় করে দেন এবাদত হোসেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে আফগানিস্তান। লোয়ার মিডল অর্ডারে করিম জানাত ১ ও আমির হামজা শূন্য রানে ব্যাট করছেন।

এর আগে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ধসে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ দল আগের দিনের ৭৯ ওভারে ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। তবে অবিশ্বাস্য ধসে চোখের পলকে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৮৬ ওভারে ৩৮২ রানে।

এদিন মাত্র ২০ রান যোগ করতে বাকি ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আরও সংক্ষেপে বললে ইনিংসের শেষ ৯ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। টিকেছে মাত্র ৭ ওভার।