চমক রেখেই টাইগারদের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

চমক রেখেই টাইগারদের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শেষ হয়েছে। যেখানে রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবার সাদা বলের সিরিজে মুখোমুখি হবে দুই দল। যেখানে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ সিরিজ। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ৮ জুলাই ও ১১ জুলাই। আসন্ন এই ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

শনিবার (১৭ জুন) দুপুরে এক বিবৃতি দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের এই দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশের ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রব ও মোহাম্মদ নাইম শেখ।