ধামইরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর পুরস্কার বিতরণ

ধামইরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর পুরস্কার বিতরণ

সংগ্রহিত ছবি।

নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকেল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলায় ৩-১ গোলে উমার ইউনিয়ন পরিষদ একাদ্বশকে পরাজিত করে ধামইরহাট ইউনিয়ন পরিষদ একাদ্বশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী টিম লিডার ও ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম সহ দলনেতার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য মুরাদ মোবারক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ, প্রধান শিক্ষক আবু সালেহ, প্যানেল ইউপি চেয়ারম্যান আবু জাফর, সাব-ইন্সপেক্টর শফিক হোসেন, উপস্থাপক উপ-সহকারী কৃষি অফিসার ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক রাকিব হাসান প্লাবন, সরকারি এম.এম কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এ কে নোমান প্রমুখ।

যুব সমাজকে মাদকমুক্ত করতে এবং খেলার মাঠে তরুনদের ধাবিত করতে আগামীতে উপজেলা গোল্ডকাপ ও ইউনিয়ন পর্যায়ে অনুর্ধ্ব ১৯ ফুটবল টূর্নামেন্টের আয়োজন করা হবে বলে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী প্রতিশ্রুতি ব্যক্ত করেন।