গ্লোবাল টি-২০ ও এলপিএলের জন্য ছুটি পেলেন সাকিব-লিটন

গ্লোবাল টি-২০ ও এলপিএলের জন্য ছুটি পেলেন সাকিব-লিটন

সাকিব আল হাসান

আইপিএলের সময় সাকিব আল হাসানের ছাড়পত্র নিয়ে কম কথা হয়নি ক্রিকেট পাড়ায়। দেশ ছাপিয়ে বিদেশেও যা জন্ম দিয়েছিল সমালোচনার। তবে এবার সেরকম কোনো নাটক মঞ্চায়ন হচ্ছে না। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে আগেভাগেই ছাড়পত্র পেলেন সাকিব আল হাসান।

শুধু সাকিব নয়, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পাওয়া আরেক বাংলাদেশী ক্রিকেটার লিটন দাসকেও দেয়া হয়েছে ছুটি। তাকেও ছাড়পত্র দিয়েছে বিসিবি। ফলে আসন্ন কানাডার টি-টোয়েন্টি লিগ ও লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে বাধা নেই এই দু'জনের।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এই প্রসঙ্গে আজ সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, 'সাকিব ও লিটনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সাকিবকে দু’টি টুর্নামেন্টের জন্যই দেয়া হয়েছে, লিটন তো শুধু কানাডার লিগে খেলবে। আফগানিস্তান সিরিজ শেষ করেই দু’জন কানাডার বিমান ধরবে।'

কতদিন ছুটি পাচ্ছেন দেশ সেরা এই দুই ক্রিকেটার, তাও স্পষ্ট করে দিয়েছেন অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। বলেন, ‘আগামী ২০ জুলাই থেকে তাদের ছুটি শুরু। ৬ আগস্ট পর্যন্ত কানাডার লিগ খেলবে দু’জন। এরপর সাকিব যাবে লঙ্কান লিগ খেলতে। এশিয়া কাপের আগেই দলে যোগ দিবেন।’

উল্লেখ্য, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। একই লিগের অন্য একটি দল সারে জাগুয়ার্সের জার্সি গায়ে জড়াবেন লিটন দাস। এই টুর্নামেন্ট শুরু হবে ২৯ জুলাই থেকে, ফাইনাল ৬ আগস্ট।

আর লঙ্কা প্রিমিয়ার লিগে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। যদিও পুরো আসর খেলা হবে না সাকিবের। কানাডার লিগ শেষ হলে ৬ আগস্ট নাগাদ এলপিএলে যোগ দেবেন সাকিব। অবশ্য আসর শুরু হবে ৩০ জুলাই থেকে। ফাইনাল ২০ আগস্ট।