কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

সংগৃহীত

টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে সবগুলো নদনদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে পানি বাড়ছে তিস্তা ও দুধকুমার নদীতে এবং নদীর চরসমূহে পানি উঠে চরে বসবাসকারীদের বাড়িতে পানি ঢুকে পড়েছে। এসব এলাকার মানুষজন বন্যার আশংকায় প্রতিবছরের ন্যায় এবারেও কষ্টে পড়ার চিন্তায় রয়েছেন। জেলার সদর, নাগেশ্বরী, রাজারহাট ও চিলমারী উপজেলার নদনদী অববাহিকায় কয়েক শতাধিক পরিবারের বাড়িঘরে পানি প্রবেশ করেছে।এছাড়াও বন্যার পানি পটল, ঢেড়শ, ঝিঙে ও পাটক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষেতে প্রবেশ করে অনেক জায়গায় নিমজ্জিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি অপরিবর্তিত থাকলেও ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করেছে। তিস্তা ও দুধকুমার নদের দুটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।