এনহ্যান্স সিকিউরিটি ফিচার নিয়ে রিয়েলমির বিপত্তি

এনহ্যান্স সিকিউরিটি ফিচার নিয়ে রিয়েলমির বিপত্তি

সংগৃহীত

রিয়েলমি সম্প্রতি তাদের নতুন ফোনে এনহ্যান্স সিকিউরিটি ফিচার যুক্ত করেছে৷ মূলত আপনার ব্যবহারের ওপর ভিত্তি করে ফোনের পারফর্ম্যান্স বৃদ্ধির জন্য এই ফিচার চালু থাকে বাই ডিফল্ট। 

কিন্তু সম্প্রতি টুইটারে রিয়েলমি ১০ প্রো প্লাস ডিভাইসের একটি রিভিউ এসেছে৷ সেখানে বলা হয়েছে, এই ফিচার প্রচুর ডাটা কালেক্ট করে। কল লগ থেকে শুরু ক্যালেন্ডার তো বটেই এমনকি ইউটিউবে ভিডিও দেখার সময়েও এই ফিচার ডাটা সংগ্রহ করছে। বিষয়টি যখন টুইটারে পোস্ট করা হয় তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখার দাবি করছে।

রিয়েলমি এমনিতেও তাদের অনেক সার্ভিসের জন্য ডাটা সংগ্রহ করে। কিন্তু এনহ্যান্স সিকিউরিটি ফিচারটি মাত্রাতিরিক্ত ডাটা সংগ্রহ করছে। যদিও রিয়েলমি দাবি করছে এই ডাটা তারা ইউজারের ডিভাইসেই রাখা হয়। এই ডিভাইসে রাখা তথ্য বাইরে ফাঁস করা হয় না। বরং তথ্যটি ব্যবহারকারীর ডিভাইসেই এনক্রিপ্টেড থাকে।