সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে মালদ্বীপের শুভ সূচনা

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে মালদ্বীপের শুভ সূচনা

ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মালদ্বীপ ও ভুটান। ভারতের বেঙ্গালুরুর সেই ম্যাচে ২-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে মালদ্বীপ।

বৃহস্পতিবার মালদ্বীপ ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায়। হামজা মোহাম্মদকে বক্সের ভেতর ফাউল করা হয়েছিল।

পেনাল্টি থেকে তিনিই মালদ্বীপকে এগিয়ে দিয়েছেন, কিন্তু ম্যাচে এর পর থেকেই ভুটানের আধিপত্য। একের পর এক আক্রমণে মালদ্বীপকে কাঁপিয়েছে তারা। কিন্তু প্রয়োজনীয় গোলটিই পায়নি। শেষ দিকে মালদ্বীপের নাইজ হাসান বরং আরো এক গোল করে ২-০ গোলের জয় নিশ্চিত করে ফেলেন।

এর আগে, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয় পরাজয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে হেরে গেছে হাভিয়ের কাবরেরার দল। ফিফা র‍্যাংকিংয়ের ৯৯ নম্বর দল লেবাননের হয়ে ম্যাচের ৭৯ মিনিটে প্রথম গোল করেন হাসান মাতৌক। এরপর যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে জয়সূচক গোলটি করেন খলিল বাদের।