পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে আজ

পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে আজ

ফাইল ছবি

আজ রোববার সকাল থেকে আবারও পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হবে বলে আশা করছেন কর্মকর্তারা। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী এ এম খোরশেদুল আলম বলেন, 'আশা করছি আমরা ২৫ জুন সকালে প্ল্যান্টের কার্যক্রম পুনরায় শুরু করতে পারবো।'

বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি)-এর যৌথ উদ্যোগ হলো বিসিপিসিএল। এই কোম্পানিটি ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক ও অপারেটর।

কয়লা সঙ্কটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হওয়ার ১৮ দিন পর, শুক্রবার (২৩ জুন) ৪১ হাজার ৩২৭ টন কয়লা বহনকারী একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে আরো চারটি কয়লাবাহী জাহাজ পায়রায় পৌঁছাবে বলে বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে। কয়লা সঙ্কটের কারণে গত ৫ জুন বাংলাদেশের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যায়।