ঈদে পর্যটকদের জন্য সুখবর দিলো সাজেক

ঈদে পর্যটকদের জন্য সুখবর দিলো সাজেক

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সব রিসোর্ট ও কটেজের ভাড়া ১৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন কটেজ মালিক সমিতি।

রোববার (২৫ জুন) কটেজ মালিক সমিতি অব সাজেকের সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

কটেজ মালিক সমিতির সূত্র থেকে জানা যায়, সাজেক ভ্যালিতে ছোট বড় মিলে কটেজ-রিসোর্টের সংখ্যা প্রায় ১৫০টি।

সাজেকের দার্জিলিং রিসোর্টের মালিক ও সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বলেন, ঈদুল ফিতরের পর থেকে সাজেকে পর্যটক কমে গেছে। মৌসুমের এই সময়ে যেখানে পর্যটকে ভরপুর থাকতো, সেখানে এখন ফাঁকা সব রিসোর্ট-কটেজ।

তিনি আরও জানান, ঈদুল আজহা ঘিরে কিছু রুম বুকিং হয়েছে। আশা করছি, ছাড় দেওয়ায় গত দুই মাস যে অচল অবস্থা ছিল, তা কেটে যাবে।

চাইথোয়াই অং চৌধুরী জয় জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে সাজেক ভ্যালি ভ্রমণে উৎসাহ দিতে ঈদের পরদিন থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত সব রিসোর্ট ও কটেজের ভাড়া ১৫ শতাংশ কম নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।