বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিআইসিএম এর সাফল্য

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিআইসিএম এর সাফল্য

শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করছেন অধ্যাপক ড. মাহমুদা আক্তার

সরকারের সাথে সম্পাদিত ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং আওতাধীন দপ্তর সংস্থার মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের জন্য এপিএ চুক্তি স্বাক্ষরিত হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষে সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। বিআইসিএম এর পক্ষে ইন্সটিটিউটের এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর সংস্থার নির্বাহী প্রধানগণ উপস্থিত ছিলেন।