ফেরি আছে, গাড়ি নেই

ফেরি আছে, গাড়ি নেই

সংগৃহিত ছবি।

বর্তমানে চাঁদপুর-শরিয়তপুর নৌ রুটের হরিণা ঘাটে পর্যাপ্ত ফেরি থাকলেও গাড়ির তেমন চাপ নেই।  এই রুটে এখন ৭টি ফেরি চলাচল করছে। তবে, বেশিরভাগ সময় গাড়ির জন্য ফেরিগুলোকে অপেক্ষা করতে দেখা গেছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ঘাটের এজিএম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় এই রুট দিয়ে ১৭টি বাস, ২২৩টি মোটরসাইকেল ও গরু বহনকারী ১৫টি ট্রাক পারাপার হয়েছে। তবে, অন্য সময় পড়ে প্রতিদিন ৭০০-৮০০ গাড়ি পারাপার হয়।

মোটরসাইকেল আরোহীরা বলছেন, অনেকটা স্বাচ্ছন্দ্যেই ফেরিতে পার হতে পারছি। বিশেষ করে বড় গাড়ি না থাকায় সবাই মোটামুটি স্বস্তি পাচ্ছে।

ফয়সাল আলম চৌধুরী বলেন, ‘হরিণা ঘাটে গাড়িকে অপেক্ষমাণ থাকতে হচ্ছে না। গাড়ি আসা মাত্রই ফেরি পূর্ণ হলে দ্রুত সময়ে পারাপার করা হচ্ছে। ঈদে নিরাপদ ফেরি পারাপারে আমরা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, ঈদকে কেন্দ্র করে এই রুটে গরু বহনকারী ট্রাক ব্যতীত বড় মালবাহী ট্রাক ঈদের আগে ও পরে ৩ দিন করে মোট ৬ দিন বন্ধ রয়েছে।