ফেসবুক অ্যাড থেকেই অ্যাপ হবে ডাউনলোড

ফেসবুক অ্যাড থেকেই অ্যাপ হবে ডাউনলোড

সংগৃহীত

ফেসবুকে কোনো অ্যাপের বিজ্ঞাপনে ক্লিক করলে প্লেস্টোরে সরাসরি পৌঁছে দেওয়া হয়। তবে ফেসবুক ভাবছে সরাসরি ফেসবুক থেকেই যদি ইনস্টল করার সুবিধা দেওয়া যায় তাহলে ভালোই হয়। অবশ্য এই সুবিধা ইউরোপীয়ান ইউনিয়নের ফেসবুক ব্যবহারকারীদের জন্য চালু করার চিন্তাভাবনা করছে প্রতিষ্ঠানটি।
 
মূলত ইউরোপীয়ান ইউনিয়নের ডিজিটাল মার্কেট আইন অনুসারেই নতুন সিদ্ধান্তটি বাস্তবায়নের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। গুগল কিংবা অ্যাপলকে টেক্কা দেওয়ার জন্য মেটাকে সঙ্গত কারণেই এই পদ্ধতির ওপর নির্ভরশীলতা বাড়াতে হচ্ছে। 

অ্যান্ড্রয়েড এমনিতেই সাইডলোডিং এর সুবিধা দেয়। তবে যেকোনো অ্যাপের ক্ষেত্রে তার বিলিং ও লাইসেন্সিং প্লেস্টোর দিয়ে থাকে। তাছাড়া অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করতে গেলে সতর্কীকরণ জানানো হয়। সবদিক বিবেচনা করলে আইফোনেই প্রথম ফিচারটি চালু করতে দেখা যেতে পারে। বিজ্ঞাপন থেকে সরাসরি ডাউনলোডের সুবিধা পেলে এমনিতেও অ্যাপ ব্যবহারকারী বাড়বে।

সূত্র: দ্য ভার্জ