সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৪

প্রতীকী ছবি

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের পক্ষির চর এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় চারজনকে আটক করেছে বনরক্ষীরা। রবিবার (২ জুলাই) সকালে আটক দুর্বৃত্তদের কাছ থেকে তিন বোতল কীটনাশক, একটি নৌকা, বিষ দিয়ে চিংড়িসহ অন্যান্য মাছ ও কয়েকটি মাছ ধরা জাল জব্দ করা হয়েছে। 

আটককৃতার হলেন বরগুনা সদরের নিশানবাড়ি গ্রামের তৈয়ব শেখের ছেলে রাসেল, আইউব আলীর ছেলের সুমন, মজিবরের ছেলে জুয়েল ও মনির খানের ছেলে রনি খান।

সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সবুর জানান, সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে এসব অসাধু দুর্বৃত্তরা গোপনে সুন্দরবনে প্রবেশ করেছোট ছোট খালে কীটনাশক প্রয়োগ করে চিংড়িসহ বিভিন্ন মাছ শিকার করে। এ তথ্য জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নামে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।