জুলাইয়ে বৃষ্টি ও বন্যা নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ে বৃষ্টি ও বন্যা নিয়ে দুঃসংবাদ

সংগৃহীত

ঈদের একদিন আগে থেকেই ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন এই বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে নদীর পানি বেড়ে মধ্য জুলাইয়ে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

রোববার (২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তবে পরিবর্তন আসবে না দিন ও রাতের তাপমাত্রায়।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, এখন যে বৃষ্টি, তা টানা বৃষ্টি না। যেটা হবে, বৃষ্টিপাতের স্থানের পরিবর্তন হবে। যেমন দেশের উত্তরে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণে একটু সম্ভাবনা কম হতে পারে। কম বলতে পরিমাণে কম হবে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে