বেড়াতে এসে তুরাগ নদে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

বেড়াতে এসে তুরাগ নদে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

প্রতীকী ছবি।

গাজীপুরের কালিয়াকৈরে ফুফুর বাড়ি বেড়াতে এসে তুরাগ নদে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে নেমে সে নিখোঁজ হয়।

নিখোঁজ সিয়াম হোসেন (১৬) সাভারের ব্যাংক কলোনি এলাকার শাহ আলমের ছেলে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও সিয়ামের স্বজন সূত্রে জানা যায়, রবিবার (২ জুলাই) ফুফু ফিরোজা বেগমের বাড়ি বেড়াতে আসে সিয়াম। গতকাল বুধবার (৫ জুলাই) দুপুরে চাপাইর ব্রিজের পাশে নদীতে সিয়ামের চাচাসহ কয়েকজন গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর এপার থেকে ওপারে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়। এ সময় অন্যরা ওপারে যেতে পারলেও সিয়াম স্রোতে তলিয়ে যায়।

পরে আশপাশের লোকজন ও তার স্বজনরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রহমান বলেন, অতিরিক্ত পানিতে স্রোতের পাকে পড়ে ওই স্কুলছাত্র নিখোঁজ হয়। তাকে উদ্ধার করতে দুইজন ডুবুরি কাজ চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।