নিরাপত্তাকর্মীর সহযোগীতায় দৃষ্টিপ্রতিবন্ধী এক নারীর কাবাঘর তাওয়াফ

নিরাপত্তাকর্মীর সহযোগীতায় দৃষ্টিপ্রতিবন্ধী এক নারীর কাবাঘর তাওয়াফ

ছবিঃ সংগৃহীত।

করোনাকালের বিধি-নিষেধ তুলে নেওয়ার পর বৃহৎ পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের ১৮ লাখের বেশি মুসলিম অংশ নেন। এবারের হজে দৃষ্টিপ্রতিবন্ধী, যুদ্ধাহত, বৃদ্ধ ও অসুস্থদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। হজের সময় এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে পবিত্র কাবাঘর তাওয়াফ করতে দেখা যায়।

এক ভিডিওতে দেখা যায়, পবিত্র মসজিদুল হারামের এক নিরাপত্তাকর্মীর পোশাক শক্তভাবে ধরে তিনি তাওয়াফ করছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে ওই নারীর তাওয়াফে সাহায্য করা নিরাপত্তাকর্মীর প্রশংসা করেন সবাই। 

মাজিদ আল-জাহরান নামে একজন ভিডিওটি শেয়ার দিয়ে টুইটারে লিখেছেন, এই ভিডিওতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায়।

পবিত্র মসজিদুল হারামের এক নিরাপত্তাকর্মীর সহায়তায় একজন দৃষ্টিপ্রতিবন্ধী নারী পবিত্র কাবাঘরের চারপাশ প্রদক্ষিণ করছেন।