ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করলেন তাওহীদ

ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করলেন তাওহীদ

তাওহীদ হৃদয়

আফগানদের বিপক্ষে বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও একজন ছিলেন ব্যতিক্রম। বিপর্যয়ে পড়া বাংলাদেশের সংগ্রহ ১৬৯ রানে নিয়ে গিয়েছিলেন তাওহীদ হৃদয়।

তরুণ এই ব্যাটার ফিফটি না করলে হয়তো চরম বিব্রতকর অবস্থায় পড়তে হতো বাংলাদেশকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচের পরিস্থিতি ও উইকেটের আচরণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘উইকেট এতটা কঠিন ছিল না। কিন্তু শুরুর দিকে বল নিচু হয়ে আসায় সমস্যা হচ্ছিল। আমি মনে করি, আমরা যদি আরও ভালো করতাম, তাহলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারতো। সব মিলিয়ে আজ আমাদের ব্যাটিং ভালো হয়নি।’

এদিন ৫ নম্বরে ব্যাট করতে নেমে হৃদয় করেন ৬৯ বলে ৫১ রান। ৪০তম ওভারে ফজলহক ফারুকীর বলে রহমানউল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।  

চলতি সিরিজের প্রথম ম্যাচের ব্যর্থতার পর আবারও নতুন করে আলোচনায় গতবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দুই দলের সিরিজ। ওই সিরিজে প্রথম ম্যাচে ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর আফিফ-মিরাজের দৃঢ়তায় ২১৫ রান তাড়া করে ম্যাচ জেতে বাংলাদেশ। এবারও গতবারের মত তেমন কিছু আশা করেছিল দল। যা সংবাদ সম্মেলনে সে অকপটে স্বীকার করন হৃদয়।  

তিনি বলেন, ‘এর আগেও তো ওদের বোলিংয়ের বিপক্ষে খেলা হয়েছে। শেষ সিরিজে যেমন মিরাজ ভাই এবং আফিফ খেলেছিল। আজও মনে হচ্ছিল কেউ না কেউ খেলবে। লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। সেটা আজ হয়নি।’

তবে ভুলগুলো দ্রুত শুধরে আগামী ম্যাচে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন হৃদয়। তার ভাষ্য, ‘এখানে সবাই পরিণত। জাতীয় দলে অনেকেই অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। সবাই অনেক অভিজ্ঞ। আমরা ড্রেসিংরুমে কথা বলি, সবাই সবাইকে সমর্থন দিই। আমাদের বিশ্বাস, এই জায়গা থেকে ফিরে আসব।’