করোনায় শিক্ষার্থীদের পাশে কুবির ইংরেজি বিভাগ

করোনায়  শিক্ষার্থীদের পাশে কুবির ইংরেজি বিভাগ

ফাইল ছবি

কুবি প্রতিনিধি

বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর প্রাদুর্ভাবে সব কিছুই বাধাগ্রস্ত এবং বিশ্ববাসী অবরুদ্ধ। যার প্রভাবে থেমে গেছে নিম্ন আয়ের মানুষের জীবন। এমন পরিস্থিতিতে নিজেদের বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি টিউশন করে পারিবারিক খরচ বহন করত এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা যেন আপদকালীন সময় সবাই ভালোভাবে কাটিয়ে উঠতে পারে সে লক্ষ্যে বিভাগের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ফান্ড গঠন করা হয়। বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডস এর সভাপতি ফিরুজ আহমেদ ও বিভাগীয় প্রধান ড.বনানী বিশ্বাস এর উদ্যোগে বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সহায়তায় ফান্ড করে।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ বলেন , এখন পর্যন্ত ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচের ৪জন শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করেছেন। তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে খুবই সংকটে দিনতিপাত করছেন। আমরা তাদের সাহায্য করার চেষ্টা করেছি। পুরো বিশ্বের এই সংকটকালীন মূহুর্তে বিভাগের যেসব শিক্ষার্থী টিউশন করিয়ে পরিবার চালাতো তাদেরকে এই মুহূর্তে সাহায্য করতে এই প্রচেষ্টা। সবার সহযোগিতায় আমরা পাশে দাড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগ এবং বিকাশে টাকা পাঠাতে:

1. ফিরোজ আহমেদ (সহকারী অধ্যাপক, ইংরেজী বিভাগ)- 01723292469

2. আবুল হায়াত (সহাকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ) - 01724521286

3. শারমিন সুলতান (সহকারী অধ্যাপক, ইংরেজী বিভাগ) 01723235076

4. নাঈম আহমেদ- (সমন্বয়ক) 01949511099