নেত্রকোনার দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

নেত্রকোনার দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোনায় দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে পরশমনি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে রুবেল পালোয়ান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

নিহত পরশমনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের রনি মিয়ার স্ত্রী। নিহত রুবেল দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নের উত্তর শংকরপুর গ্রামের মৃত মো. নছুর পালোয়ানের ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে খালিয়াজুরীতে খালার বাড়িতে বেড়াতে আসেন পরশমনি। রাত সাড়ে আটটার দিকে লাইটের সুইস অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে স্থানীয়রা তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নতুন ঘর নির্মাণের জন্য বাড়িতে কাজ করছিলেন রুবেলসহ অন্যরা। কোনো একসময় ঘরের টিন বিদ্যুতায়িত হয়। পরে সন্ধ্যায় ঘরের টিনে গা লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুবেল। এ সময় রুবেলকে বাঁচাতে গেলে দুই নারী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার ও পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে খালিয়াজুরী ও দুর্গাপুর থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।