জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

লাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম

দুদকের মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় রোববার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আগামী ৯ আগস্ট নতুন দিন ধার্য করেন।

২৯৭ কোটি ৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও আয়েশা আক্তারের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০২২ সালের ১৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সাত সশস্ত্র দেহরক্ষীসহ জি কে শামীমকে রাজধানীতে তার কার্যালয় থেকে আটক করে র‌্যাব। এ সময় অভিযান চালিয়ে তার অফিস থেকে এক কোটি ৮০ লাখ টাকা, ডলার, এফডিআর চেক, অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।