ঢাকার প্রবেশপথ সাভারে পুলিশের তল্লাশি

ঢাকার প্রবেশপথ সাভারে পুলিশের তল্লাশি

সংগৃহীত

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, বুধবার সকালে যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এ কারণে আমিনবাজার থেকেই ফিরে যেতে হচ্ছে। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা পরে পায়ে হেঁটেই রওনা হয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঢাকায় আদালত চত্বর থেকে যে দু’জন জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাদের তথ্য পাওয়া গেছে ও তারা এই পথ দিয়ে যেতে পারে, সেজন্যই ওই জঙ্গিদের ধরতে পুলিশের পক্ষ থেকে আমাদের এই চিরুনি অভিযান চলছে।