ক্রমাগত বাড়ছে যমুনার পানি, সরিয়ে নেয়া হচ্ছে দিল্লির বাসিন্দাদের

ক্রমাগত বাড়ছে যমুনার পানি, সরিয়ে নেয়া হচ্ছে দিল্লির বাসিন্দাদের

সংগৃহীত

যমুনা নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় ভারতের রাজধানী দিল্লির হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যমুনার পানি বৃদ্ধির পরিমাণ। এরইমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি।

এছাড়াও দিল্লির অনেক এলাকায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

গত জুন মাসে শুরু হওয়া বৃষ্টিতে হিমাচল প্রদেশে এরইমধ্যে অন্তত ৮৮ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতেও মারা গেছেন বেশ কয়েকজন। 

গতকাল বুধবার আড়াই হাজারের মতো দিল্লির বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। তাদের জন্য ত্রাণ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

কেজরিওয়াল বলেছেন, ‌‘পানির স্তর ক্রমাগত বাড়ছে এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।’ পানি প্রবাহ আরো বাড়বে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

সূত্র: বিবিসি