বেলুচিস্তানে সামরিক অভিযান চলাকালে ১২ পাকিস্তানি সেনা নিহত

বেলুচিস্তানে সামরিক অভিযান চলাকালে ১২ পাকিস্তানি সেনা নিহত

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জোব ও সুই এলাকায় পৃথক দুটি সামরিক অভিযান চলাকালে দেশটির সেনাবাহিনীর ১২ জন সদস্য নিহত হয়েছেন।

বুধবারের (১২ জুলাই) ওই অভিযানে ‘ব্যাপক অস্ত্রে’ সজ্জিত সাত জঙ্গি নিহত হয়েছে বলে পাকিস্তান সামরিক বাহিনী দাবি করেছে।

চলতি বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় এক দিনে সর্বোচ্চ সংখ্যা সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনা এটি। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বেলুচিস্তানের কেচ জেলায় এক দিনে ১০ সেনা নিহত হয়েছিল।

বুধবার (১২ জুলাই) রাতে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার-সর্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সুই এলাকায় অভিযান চালানোর সময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।

“দুইপক্ষের মধ্যে গোলাগুলি চলাকালে বীরত্বের সঙ্গে লড়াই করতে থাকা তিন সাহসী সেনা শাহাদাৎ বরণ করেন, এ সময় দুই জঙ্গিকে জাহান্নামে পাঠানো হয়,” বিবৃতিতে বলেছে তারা।  

এর আগে একইদিন (বুধবার -১২ জুলাই) সকালে জোব ক্যান্টনমেন্টে একটি সামরিক স্থাপনায় জঙ্গি হামলায় নয় সেনা নিহত হয়। এখানে দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচ জঙ্গিও নিহত হয়।