আসামে নিষিদ্ধ হচ্ছে বহুবিবাহ

আসামে নিষিদ্ধ হচ্ছে বহুবিবাহ

ছবিঃ বিবিসি।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবিলম্বে বহুবিবাহ নিষিদ্ধের পরিকল্পনা করছে রাজ্য সরকার। এ জন্য আসন্ন বিধানসভা অধিবেশনে একটি বিল পেশ করার কথা চলছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বৃহস্পতিবার (১৩ জুলাই) বলেছেন, ‘আমরা সেপ্টেম্বরে আসন্ন বিধানসভায় বিলটি উত্থাপন করতে চাই। যদি কোনো কারণে এটি করতে না পারি, তাহলে জানুয়ারিতে বিধানসভা অধিবেশনে এটি করব।

রাজ্য সরকার বহুবিবাহ নিষিদ্ধের এই পদক্ষেপ বাস্তবায়নে আইনি দিকগুলো চিন্তাভাবনা করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। সেই কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আসামে অবিলম্বে বহুবিবাহ নিষিদ্ধ করতে চাই।’ এর আগে তিনি বলেছিলেন, ‘বহুবিবাহের ওপর নিষেধাজ্ঞা আগ্রাসন নয়, ঐকমত্যের মাধ্যমে’ অর্জন করা হবে।