প্রাইজমানি সমান করায় মেয়েরা অনুপ্রাণিত হবে: নিগার সুলতানা

প্রাইজমানি সমান করায় মেয়েরা অনুপ্রাণিত হবে: নিগার সুলতানা

ফাইল ছবি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা দিয়েছে, এখন থেকে আইসিসি ইভেন্টে ছেলেদের সমান প্রাইজমানি থাকবে মেয়েদের জন্যও। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আইসিসির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

আইসিসির এমন সিদ্ধান্ত নারী ক্রিকেটের জন্য অনেক বড় প্রদক্ষেপ হিসেবে দেখছেন নিগার। শনিবার বাংলাদেশের অধিনায়ক নতুন ঘোষিত প্রাইজমানি নিয়ে বলেছেন, ‘এটা নারী ক্রিকেটের জন্য অবশ্যই অনেক বড় পদক্ষেপ। যেটা ক্রিকেটারদের অনেক বেশি উৎসাহিত করবে। সবচেয়ে বড় কথা, আমাদের বোর্ড যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, বোর্ডের জন্যই কিন্তু আমাদের এত দূর পর্যন্ত আসা। অন্য দিক থেকে কিন্তু অমন সাপোর্ট পাই না। এখন আইসিসিও এগিয়ে আসছে। কারণ নারী ক্রিকেট যেভাবে উন্নতি করছে, মানুষও আগের চেয়ে বেশি আগ্রহ অনুভব করছে।

বাণিজ্যিকভাবেও প্রচার হচ্ছে আগের চেয়ে বেশি। সব দিক মিলিয়ে আমি মনে করি, এতে করে ভবিষ্যতে আরও নতুন নতুন ক্রিকেটাররা উঠে আসবে। কারণ খেলাটি যত বিকশিত হবে, মেয়েরা তত বেশি অনুপ্রাণিত হবে ক্রিকেট খেলার জন্য।’

২০২২ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তান ৮ লাখ ডলার। মেয়েদের বিশ্বকাপের বেলায় এই অঙ্ক ছিল যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ ডলার। ছেলে-মেয়েদের সমতা ফেরানোর পর আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে নিজেদের সিদ্ধান্তকে ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘এটি এই খেলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। বৈশ্বিক আসরে অংশ নেওয়া নারী ও পুরুষরা এখন সমান প্রাইজমানি পাবেন। আমি খুবই আনন্দিত আজ।’