সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সংলাপে বসার আহ্বান ড. কামাল হোসেনের

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সংলাপে বসার আহ্বান ড. কামাল হোসেনের

ফাইল ছবি।

আজ শনিবার (১৫ জুলাই) সকালে গণফোরামের পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় কামাল হোসেন সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সংলাপে বসার আহ্বান জানান। বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় কামাল হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মহান স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ও অবিশ্বাস আজ মুক্তিযুদ্ধের অর্জনকে বিপন্ন করে তুলছে।’

কামাল হোসেন আরও বলেন, ‘সরকারের সীমাহীন দমন–পীড়নের ফলে দেশ আজ চরম সংকটে। ফলে বিদেশি রাষ্ট্রগুলো আমাদের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পেয়েছে। যার ফলে জাতি হিসেবে আমরা লজ্জিত।’