ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১৪২৪

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১৪২৪

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৪২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৯৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ১ হাজার ৮০১ জন। 

চলতি বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৮৭৮ জন। আর ১০৬ জন মারা গেছেন ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।