মোবাইল ব্যবহার ও ছবি তোলা নিষিদ্ধ হলো কেদারনাথ মন্দিরে

মোবাইল ব্যবহার ও ছবি তোলা নিষিদ্ধ হলো কেদারনাথ মন্দিরে

মোবাইল ব্যবহার ও ছবি তোলা নিষিদ্ধ হলো কেদারনাথ মন্দিরে

কেদারনাথ মন্দিরে নিষিদ্ধ হলো মোবাইলের ব্যবহার। মন্দিরে ছবি তোলা বা ভিডিও করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের সামনে প্রেমিককে প্রেম প্রস্তাব দেন এক নারী ব্লগার। ওই ঘটনায় শুরু হয় বিতর্ক। তারপরেই এই পদক্ষেপ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

মন্দির চত্বরে বেশ কয়েকটি বোর্ড টাঙিয়েছে বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটি। তাতে হিন্দি ও বাংলায় নির্দেশিকা দেয়া হয়েছে। লেখা হয়েছে, ‘মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। কোনো ধরনের ছবি তোলা বা ভিডিও করা যাবে। আপনি সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছেন।’

দর্শনার্থীদের ‘শালীন’ পোশাক পরারও নির্দেশ দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। জানিয়েছেন, মন্দির চত্বরে তাবু টানানো যাবে না। পাশাপাশি হুঁশিয়ারি, নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ করা হবে।বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় জানিয়েছেন, ধর্মীয় স্থানে কিছু রীতিনীতি থাকে। সেগুলো সবার মেনে চলা উচিত। বদ্রিনাথ থেকে কোনো অভিযোগ না এলেও ওই মন্দিরেও নির্দেশিকা জারি করে বোর্ড টাঙানো হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা